চবি রাজনীতি বিজ্ঞান সেমিনার কক্ষে উন্মুক্ত গ্রন্থাগার উদ্বোধন

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-13 17:49:15

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে উন্মুক্ত গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে রাজনীতি বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহফুজ পারভেজের সভাপতিত্বে উন্মুক্ত গ্রন্থাগার উদ্বোধন করেন বরিষ্ঠ অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির। এতে উন্মুক্ত গ্রন্থাগারের কনসেপ্ট ও উপযোগিতা সম্পর্কে বক্তব্য দেন অধ্যাপক ড. আনোয়ারা বেগম।

অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, বর্তমানে গ্রন্থাগার ব্যবস্থাগুলো শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের জন্য সহায়ক নয়। অধিকাংশ ক্ষেত্রে তালাবদ্ধ গ্রন্থাগারগুলো জ্ঞান অর্জনের আগ্রহকে কমিয়ে দেয়। তিনি বলেন, আমাদের গ্রন্থাগারগুলো ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। কিন্তু এগুলো তালাবদ্ধ। এ ছাড়াও অনেক গ্রন্থাগারে নানা নিয়মকানুন থাকায় জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করছে। এক্ষেত্রে উন্মুক্ত গ্রন্থাগার উদ্যোগ অগ্রগামী চিন্তার দৃষ্টান্ত, যা শিক্ষক-শিক্ষার্থীদের উপকারে আসবে।

অধ্যাপক ড. আনোয়ারা বেগম বলেন, বই পড়াকে সহজ করতে আমরা এই উদ্যােগ নিয়েছি, যা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা যখনই সময় পাবে, বই পড়বে, বই পড়ার আনন্দ উপভোগ করবে। তবে এই উন্মুক্ত গ্রন্থাগার ব্যবহারে শিক্ষার্থীদের বইয়ের প্রতি যত্নশীল হতে হবে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, প্রতিটি সভ্যতাতে গ্রন্থাগার ছিল অপরিহার্য প্রতিষ্ঠান। আমি যতদূর জানি এই বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম উন্মুক্ত গ্রন্থাগার। এই লাইব্রেরির সাথে নিবিড়ভাবে সংযুক্ত থাকার ফলে শিক্ষার্থীরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রণোদনা পাবে বলে আশা করা যায়।

এ সম্পর্কিত আরও খবর