জাতীয় ঈদগাহে জামাত সকাল সাড়ে ৭ টায়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-17 00:24:11

জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অংশ নেবেন বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মুখপাত্র আবু নাসের জানিয়েছেন।

রাজধানীর প্রধান জামাতে সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন। আবহাওয়া বা অন্য কোনো কারণে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

প্রধান জামাতে মুল ইমামের দায়িত্বে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বিকল্প ইমাম, ইসলামিক ফাউণ্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার মূল উপস্থাপক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক মূল ক্বারী হিসেবে প্রধান ঈদ জামাতে দায়িত্ব পালন করবেন।

এছাড়া মসজিদের শহর ঢাকাতে কমবেশি সব মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয়ভাবে সময় নির্ধারিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে সকাল ৮টার দিকে জামাত হতে পারে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর