সেপটিক ট্যাংক থেকে কোরবানি গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-06-16 17:10:21

চট্টগ্রামের ফটিকছড়িতে কোরবানির জন্য কেনা একটি গরু খোলা সেপটিক ট্যাংকে পড়ে গেছে। খবর পেয়ে গরুটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (১৬ জুন) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ তৈয়ব সওদাগরের কোরবানির জন্য কেনা গরুটি একটি নির্মানাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গরুটি উদ্ধার করে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বার্তা২৪.কমকে বলেন, গরুটি একটি গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল। তার পাশে থাকা মালিকের নির্মানাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংকে গরুটি পড়ে যায়। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। গরুটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। আনুমানিক ৭০-৮০ হাজার টাকা দাম হবে গরুটির।

এ সম্পর্কিত আরও খবর