বান্দরবানে সহায়তা পেলো সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

ছবি: সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতির ঘটনা ও পরবর্তী পরিস্থিতিতে বান্দরবানে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার ব্যক্তির মাঝে সহায়তা হিসেবে নগদ অর্থ এবং চাল দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ৫০ কেজি চাল এবং নগদ অর্থ সহায়তা হিসেবে ১ হাজার ৭০০ টাকা দেয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) সকালে বান্দরবান জেলা পরিষদ গেস্ট হাইজে এ সহায়তা তুলে দেন জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।

জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত গাড়িচালক, ইঞ্জিনবোট চালক এবং পর্যটন গাইডদের মাঝে চাল ও নগদ টাকা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে বান্দরবান সদরের ২৭৯ জন, রুমা উপজেলার ৩৫৯ জন, রোয়াংছ‌ড়িতে ২০৫ জন এবং থান‌চিতে ২০৫ জন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ সহায়তা পান।