ময়মনসিংহে কখন কোথায় পবিত্র ঈদুল আজহার জামাত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-06-16 17:26:24

ময়মনসিংহে প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৭.৩০টা বাজে। জামাতে ইমামতি করবেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী আবদুল্লাহ আল মামুন। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে টায় ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান ।

রবিবার (১৬ জুলাই) ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক (চলতি দায়িত্ব) মো.আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, সুহিলা বুধ বাড়িয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় এগুলোসহ সদরে আরও ১৬ টি স্থানে বড় পরিসরে এবং অনেক জায়গায় ছোট পরিসরে অনেকগুলো ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার উপজেলার মধ্যে মুক্তাগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা,মুক্তাগাছা বড় মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টা, গফরগাঁও পুরাতন বাসস্টেশন বায়তুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টা,ফাহমী গোলন্দাজ বাবেল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯ টায়, রেলস্টেশন মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, ঈমামবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়,ভালুকা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টা ভালুকা উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়,ভালুকায় সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮টা, কাচিনা কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টা, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টা,আলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টা, ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সকাল ৮টা,কৈয়ারচালা ভালুকজান চাঁদপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, তারাকান্দা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯টায়, ফুলপুর ভাইটকান্দি ঈদগাহ মাঠে সকাল ৯টা, বালিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, গৌরিপুর পূর্ব দাপুনিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টা, শান্তিবাগ সরকারি কলেজ মাঠে সকাল ৯টা, ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টা,ঈশ্বরগঞ্জ বড় মসজিদ ঈদগাহ মাঠে সকালে সাড়ে ১০টা, নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাড়ে ১০টায়, নান্দাইল শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ মাঠে সকাল ১০টা, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকালে সাড়ে ৯টায়, মারজাকুড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে সকাল ১০টায় এবং ধোবাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, মোহাম্মদিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টা জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও জেলার অর্ধশতাধিক স্থানে বড় পরিসরে আড়াই হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (চলতি দায়িত্ব) মো.আব্দুর রাজ্জাক বলেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের জামাত হবে মাঠে। অন্যথায় আবহাওয়া প্রতিকূলে থাকলে নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার, মাছুম আহম্মদ ভূঞা বলেন বড় বড় ঈদগাহ মাঠ গুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে ।

এ সম্পর্কিত আরও খবর