নওগাঁয় শেষ সময়ে মাছ বাজারে ভিড়

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2024-06-16 20:18:13

রাত পোহালেই ঈদুল আজহা। ঈদকে ঘিরে সংসারের নানা রকম সদা কেনার জন্য ব্যস্ততা বেড়েছে। শাক-সবজি, চাল-ডাল, লবণ, চাল-ডাল ইত্যাদি কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতা তেমনি মাছের বাজারেও বেড়েছে ভিড়।

রোববার (১৬ জুন) বিকেলে নওগাঁ পৌর মাছ বাজারে গিয়ে দেখা যায় নানা রকম মাছের সরবরাহ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আশেপাশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে মাছ কিনতে। কেউ বড় বড় মাছ আবার কেউ ছোট মাছ কেনার জন্য ভিড় জমাচ্ছেন। রুই, কাতল, ইলিশ, ট্যাংরা, পুঁটি, পাঙ্গাশ, ছোট মলা ইত্যাদি মাছের সরবরাহ বেড়েছে ঈদ উপলক্ষে এতে মুখরিত হয়ে উঠেছে লোকসমাগমে।

বাজারে কাতল মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকা, রুই মাছ ৪৫০ টাকা, টেংরা মাছ বড় সাইজ ৮০০ টাকা এবং ছোট সাইজ ৬০০ টাকা, চিংড়ি ১৬০০ টাকা, পবা মাছ ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ কিনতে আসা শাহেদ বলেন, আগামীকাল ঈদ তাই মাছ কিনতে এসেছি কারন মাংস তো আর সব সময় খাওয়া যায়না। মাংসের পাশাপাশি মাছের চাহিদা বাড়ির সকলের তাই কিনতে আসা।

রাহেদ নামের একজন ক্রেতা জানান, নানা রকম মাছের সরবরাহ বেড়েছে যা দেখতেও ভালো লাগছে। আমার পরিবারের সবাই ছোট মাছ ভালোবাসে তাই ছোট মাছ কিনতে এসেছি। দাম আগের তুলনায় সামান্য বেড়েছে তবুও কিনতে হচ্ছে।

মাছ ব্যবসায়ী মকছেদ বলেন, আগামীকাল ঈদ তাই চেষ্টা করেছি একটু বেশি মাছ নিয়ে আসার জন্য। বড় সাইজের মাছগুলোর পাশাপাশি দেশি জাতীয় মাছের ব্যাপার চাহিদা রয়েছে তাই সেটার কথা চিন্তা করে বেশিরভাগ রেখেছি।

আরেকজন মাছ ব্যবসায়ী হাফিজুল বলেন,বড় বড় মাছ রেখেছি বিক্রির জন্য। আগামীকাল ঈদের জন্যেই এতো মাছ সংগ্রহ করেছি পাইকারদের কাছ থেকে। আগের তুলনায় আজকে বিক্রি বেশি তাই রাত অব্ধি থাকবো বাজারে।

এ সম্পর্কিত আরও খবর