চুয়াডাঙ্গায় মাঠে কাজ করার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-06-18 23:38:10

চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শহিদুল ইসলাম দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আসিফ ইকবাল চঞ্চল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজের জমিতে ধান লাগানোর জন্য পাতো (চারা) তুলতে যান শহিদুল ইসলাম। এ সময় জমিতে থাকা একটি বিষধর গোখরা সাপ তার হাতে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আসিফ ইকবাল চঞ্চল বলেন, সকালে মাঠে ধানের চারা তুলতে গিয়ে সাপের কামড়ে শহিদুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে মাঠের কৃষকরা দেখতে পেয়ে সাপটিকে মেরে ফেলে। এ নিয়ে কয়েক মাসের ব্যবধানে সাপের কামড়ে এই গ্রামের তিনজনের মৃত্যু হলো।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বার্তা২৪.কমকে জানান, 'সাপের কামড়ে কৃষকের মৃত্যু, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।'

এ সম্পর্কিত আরও খবর