সাতক্ষীরায় দেখা মিলল বিষধর রাসেল ভাইপার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-06-21 19:46:43

সাতক্ষীরার কলারোয়ায় আবারও দেখা মিলল ভয়ংকর বিষধর রাসেল ভাইপার।

শুক্রবার (২১ জুন) উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজারের পাশে ওই সাপের সন্ধান পাওয়া যায়। পরে পিটিয়ে সাপটি মেরে ফেলেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মাঠে যান। ধানখেতের পাশে সাপটি তিনি দেখতে পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সাপটি ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগেও একই এলাকায় একজোড়া সাপ দেখা যায়। তবে সেগুলো মেরে ফেলা সম্ভব হয়নি। এদিকে কয়েক মাস আগে পার্শ্ববর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামের ধানখেত থেকে একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মারে কৃষকরা। পরবর্তীতে পার্শ্ববর্তী একই এলাকায় আরও দুটি রাসেল ভাইপার সাপ দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর