কুমিল্লায় ৩ ফার্মেসি সিলগালা, ১০ ফার্মেসিকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-06-25 23:07:42

কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় একটি মেডিসিন কমপ্লেক্সে ঔষধ প্রশাসন, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় নানা অনিয়মের কারণে ১০টি ফার্মেসিকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৩টি ফার্মেসি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪ ঘন্টা মেডিসিন কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করা হয়। সিলগালা করা ফার্মেসি ৩টি হলো- অপূর্ব ড্রাগ হাউজ, মনি মেডিকেল ও উজ্জ্বল মেডিকেল। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

তিনি বলেন- বিক্রয় নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়, অধিক মূল্যে ওষুধ বিক্রয় প্রভৃতি অপরাধের কারণে ১০টি ফার্মেসিকে সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানাসহ ৩টি ফার্মেসি সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে আনুমানিক ৩ লাখ টাকার বিক্রয় ও সংরক্ষণ নিষিদ্ধ ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন- ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া এবং পরিদর্শক কাজী মোহাম্মদ ফরহাদ, র‍্যাবের টিমের নেতৃত্ব দেন এডিশনাল এসপি দীপক মজুমদার।

এ সম্পর্কিত আরও খবর