বান্দরবানে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম, বান্দরবান | 2024-06-29 16:30:36

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমিতে কাজ করতে গিয়ে পাহাড় ধসে আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুর ১টায় উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় এঘটনা ঘটে।

নিহত আবু বক্কর (৫৫) ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টায় আবু বক্কর বাড়ির পাশে ফুলতলি পাহাড়ের পাদদেশে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে তিনি চাপা পড়েন। এসময় আশপাশে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে। সেখানেই ঘটনাস্থলে তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

এর আগে ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সম্পর্কিত আরও খবর