চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-07-03 14:10:36

চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (২৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইব্রাহিম হোসেন (৪০) নামের অপর চালক। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমিরের ছেলে। এবং আহত ইব্রাহিম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলাকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জীবননগরে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন আলমসাধু চালক উজ্জল হোসেন। পথের মধ্যে দামুড়হুদার জয়রামপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি দ্রুতগতির আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আলমসাধুর চালকই রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, 'রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা। তাদের মধ্যে উজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। এবং ইব্রাহিম হোসেন নামের আরেক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।'

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সড়ক দুর্ঘটনায় উজ্জল হোসেন নামের এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর