চলন্ত ট্রেনে উঠতে গিয়ে শিশুর পা বিছিন্ন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: শিশুর বাঁ পা বিচ্ছিন্ন

ছবি: শিশুর বাঁ পা বিচ্ছিন্ন

চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজার রেললাইনে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সাইমন (১১) নামের এক শিশুর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকের উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সাইমন দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঈদপুকুরিয়া প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। সে দোহাজারী ক্বাছেমুল উলুম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

দোহাজারী রেলস্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, আজ বিকেল পৌনে চারটার দিকে দোহাজারী-কালিয়াইশ পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েল নিয়ে একটি ট্রেন আসে। ট্রেনটি ধীরগতিতে দোহাজারী স্টেশন এলাকায় পৌঁছালে খেলার ছলে লাফ দিয়ে ১১ বছরের এক শিশু ট্রেনের একটি বগিতে উঠতে যায়। এ সময় পা পিছলে সে বগির ফাঁকে পড়ে যায়। এতে তেলবাহী ট্রেনটিতে কাটা পড়ে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়।

দোহাজারী রেলস্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন পা বিচ্ছিন্ন শিশুটিকে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।