সাটুরিয়ায় গরু চুরির ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2024-07-03 14:14:15

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে এক রাতে দুই খামারির সাতটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের দায়িত্বে থাকা দুই সাব ইন্সপেক্টর ও দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কামরুল হাসান বলেন, সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর আল আমিন, কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম ২৬ জুন রাতে তিল্লী ইউনিয়নে ডিউটিতে ছিলো। আর ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হচ্ছেন সাব ইন্সপেক্টর জালাল উদ্দীন।

ওই রাতে তিল্লী এলাকার দুই খামারির সাতটি গরু চুরি হয়। এতে তাদের ডিউটি পালনে কোন গাফলতি ছিলো কিনা তাদের নিকট জানতে চাওয়া হয়েছে। যে কারণে তাদেরকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সার্বিক বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, তিল্লী ইউনিয়নে গরু চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারপূর্বক ঘটনায় জড়িত চোরদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান।

এ সম্পর্কিত আরও খবর