পার্বত্য এলাকায় বাঙালি নির্যাতনের প্রতিবাদে নাগরিক পরিষদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-07-05 13:43:06

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী সংগঠন কর্তৃক নিরীহ বাঙালি নির্যাতন, চাঁদাবাজি, গুম, খুন ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ঢাকা মহানগর শাখা৷

শুক্রবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি৷

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি উপজেলায় উপজাতীয় সন্ত্রাসী সংগঠন কর্তৃক নিরীহ বাঙালিদের ওপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে৷ যার ধারাবাহিকতায় যুগ যুগ ধরে চলমান এমন পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না৷ গত ৫ জুন মাটিরাঙ্গা উপজেলার তাইনদং এলাকার নিরীহ কৃষকগণ তাদের কৃষি খামারে কাজ করতে গেলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা অসহায় কৃষকদের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়৷ এতে ৬ জন কৃষক গুরুতর আহত হন৷

বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলার ঘটনার পূর্বে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মোটর শ্রমিক উপজাতীয় সন্ত্রাসীর ছোড়া গুলিতে মৃত্যুবরণ করেন৷ এর দুই দিন আগে রামগড় উপজেলার পাকলাপাড়া নামক এলাকার দুইজন উদ্যোক্তা কৃষকের ৫ একর ফলের বাগান সম্পূর্ণ কেটে ফেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা৷ এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না৷

বক্তারা বলেন, এসব ঘটনায় স্থানীয়ভাবে প্রতিবাদ ও আন্দোলন করেও দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি৷ সন্ত্রাসীদের এখনও গ্রেফতার করা হয়নি৷ আমরা এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি মো. আব্দুল হামিদ রানা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামান, শেখ আহমদ রাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷

এ সম্পর্কিত আরও খবর