আড়াইমাসেই র‍্যাব মুখপাত্রের দায়িত্বে বদল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-08 13:40:28

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে বদলি করা হয়েছে। তার জায়গায় একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে র‍্যাব সদর দফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, র‍্যাবের ইতিহাসে সব থেকে কমদিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলেন কমান্ডার আরাফাত ইসলাম; যা অতীতে কেউ করেননি। তিনি মাত্র দুইমাস ১৩ দিন এই পদে ছিলেন।

র‍্যাবের নতুন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস

এর আগে, গত ২৪ এপ্রিল আরাফাত ইসলামকে র‍্যাব-১৩'র অধিনায়ক থেকে মুখপাত্রের দায়িত্ব দিয়ে সদর দফতরে আনা হয়। গত বছরের জানুয়ারিতে তিনি ব্যাটালিয়নটির অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। সেসময় বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড ঘটে সেখানে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মুখপাত্রের দায়িত্বে থাকা কমান্ডার আরাফাত ইসলামকে বদলি করে র‍্যাব-৮ এ পদায়ন করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস। দায়িত্ব নিলে তিনি বাহিনীর ১৩তম মুখপাত্র হবেন। গতবছরের ডিসেম্বরে মুনীম ফেরদৌস ব্যাটালিয়নটির (র‍্যাব-৫) অধিনায়ক হন। তার বাড়ি পিরোজপুরে।

এ সম্পর্কিত আরও খবর