সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-23 11:18:45

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত রবিউল হোসেনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। মৃত নাজমা আক্তারের (২২) গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলায়।

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.আলাউদ্দীন তালুকদার।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিবাহ বিচ্ছেদের পরও সাবেক স্বামী রবিউল প্রায় সময় নাজমাকে বিভিন্নভাবে বিরক্ত করত। ঘটনার দিন উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল উত্তেজিত হয়ে নাজমাকে ছুরিকাঘাত করে। হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে সকালে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর