নিষিদ্ধ সময়ে ধরা ৪শ’ কেজি মাছ নিলামে সোয়া লাখ টাকা বিক্রি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-07-08 23:37:07

চট্টগ্রামে নিষিদ্ধ সময়ে ধরা প্রায় ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দের পর নিলামে সোয়া টাকায় বিক্রি করা করেছে মৎস্য বিভাগ।

সোমবার (৮ জুলাই) নগরীর কাট্টলী রানী রাসমনি ঘাট এলাকায় কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। এসময় ৩০ ক্যান বরফ ডিজেল দিয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। তিনি জানান, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা (২) মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের আজ অভিযান পরিচালনা করে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছ জনসম্মুখে ১ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এছাড়াও ৩০ ক্যান বরফ ডিজেল দিয়ে বিনষ্ট করা হয়।

এ সম্পর্কিত আরও খবর