নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে মো: সারাফাত হোসেন (২৩) ও মনিরুল ইসলাম (২৪) নামের দুই যুবক নিহত হয়েছে।
রোববার ( ৬ অক্টোবর) সন্ধ্যার দিকে দিকে উপজেলার চৌমাসিয়া ধঞ্জইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো.সারাফাত মহাদেবপুর উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মো.মাহমুদুল হাসানের ছেলে ও নিহত মনিরুল ইসলাম একই উপজেলার গোফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. হাশমত আলী।
তিনি বলেন, মোটর সাইকেল নিয়ে নওগাঁ শহর থেকে মহাদেবপুর আসার পথে ধঞ্জইল মোড় এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চার্জার এর সাথে ধাক্কা লেগে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
তিনি আরো বলেন, রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হবে।