শাহবাগে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-07-11 17:39:21

রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে।  এর  আগে উভয়পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে এ ধাক্কা-ধাক্কি শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে ধাক্কা-ধাক্কি চলে। 

পরে আন্দেলনরত শিক্ষার্থীদের 'গো ব্যাক পুলিশ', 'গো ব্যাক পুলিশ' মুহূর্মুহূ স্লোগানে পুলিশের আনা জলকামান ও এপিসি সরিয়ে নিতে দেখা যায়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে পুলিশের এপিসি সরিয়ে নিতে দেখা যায়, ছবি- বার্তা২৪.কম


এরপর পুলিশ শাহবাগের মেট্রোরেলের দিকে সরে যায়। বর্তমানে পুলিশ ও কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছেন। পুলিশ মেট্রোরেলের স্টেশনের কাছে এবং শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারে শিক্ষার্থীদের টানা আন্দোলনে ১০তম দিনে ১০ জুলাই হাইকোর্টের ২০১৮ সালে কোটা বাতিলের পরিপত্রের ৪ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ।

শিক্ষার্থীরা ওই রায় মেনে না নিয়ে বুধবারও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের সে কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর