তিতাস গ্যাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করলো দুদক টিম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:34:39

তিতাসের শ্রমিক নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা সিন্ডিকেট করে বিভিন্ন আবাসিক ও শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং টেম্পারিং করে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায়কারী কর্মকর্তাদের তালিকা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।
বুধবার( ৩০ জানুয়ারি) তিতাস গ্যাসে আকস্মিক অভিযান চালিয়ে এ তালিকা করে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে পরিচালক মোঃ শফিকুর রহমান ভুঁইয়া ও পরিচালক মোঃ আবদুল গাফফারের সমন্বিত একটি টিম তিতাস গ্যাস প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং মিটার টেম্পারিং এ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করে।
এসময় দুদক টিম জানতে পারে, তিতাস কর্তৃপক্ষ প্রশাসনিক স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের একটি বদলির আদেশ জারি করেছে, যা’ বাস্তবায়নে একটি সিন্ডিকেট বিঘ্ন সৃষ্টি করছে।
অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “তিতাসের দুর্নীতি বন্ধে দুদক নিয়মিত নজরদারী করবে এবং অভিযান চালাবে। অবৈধ গ্যাস সংযোগের দুর্নীতিতে যারা লাভবান হয়েছে, তাদের সম্পদের অনুসন্ধান করা হবে

 

 

এ সম্পর্কিত আরও খবর