চট্টগ্রামের হাজারী গলিতে দুর্বৃত্তের হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত
চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। তাঁরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, উদ্ধার অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৬জন পুলিশ সদস্য এবং ৬ জনসেনা সদস্য আহত হন।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম বিষয়টি নিশ্চিত করেছে।
এই প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ১২টায় হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার বিকেলে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের একাংশ হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একজন মালিকের দোকান ভাঙচুর করেন এবং ও দোকানিকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে তাঁকে উদ্ধারে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়।