জোলিকে তহবিল সংগ্রহের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী  

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:36:51

অ্যাঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গাদের জন্য হলিউডে ইভেন্ট খুলে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন।

বুধবার (৬ ফেব্রুয়ারি)  হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, জোলিকে রোহিঙ্গাদের জন্য হলিউডে ইভেন্ট খুলে তহবিল সংগ্রহ করা জন্য বলেছি। রোহিঙ্গাদের জন্য যে তহবিল বাংলাদেশ আশা করেছিলো তার ৪০ ভাগও সংগ্রহ হয়নি।

এজন্য জোলিকে বলেছি শুধু দূত হয়ে দেখা সাক্ষাৎ করতে আসলে হবে না; কার্যকর কিছু করতে হবে- বলে জানান মন্ত্রী।

তিনি বলেন,  বাংলাদেশে রোহিঙ্গাদের পাঠানোর সময় মিয়ানমারের কোনো শর্ত ছিলো না। কিন্তু এখন ফেরত নেওয়ার সময় যত শর্ত জুড়ে দিচ্ছে।  

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সোমবার (৪ ফেব্রুয়ারি) রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন।  হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

এ সম্পর্কিত আরও খবর