গাজীপুরের ৪ কারখানায় বিক্ষোভ, সড়ক অবরোধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-09-22 13:01:32

বকেয়া বেতন, হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরের চারটি কারখানায় বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ke অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন দখল করে রাখে। এতে মহাসড়কের ওই অংশে ব্যাপক যানজটের তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের সদস্যেরা কাজ করছেন।

অপরদিকে, গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন।

একই দিনে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কোকোলা ফুড কারখানায় একাধিক দাবিতে কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছুটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দু'পক্ষের সাথে আলাপ করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় সড়ক অবরোধ রয়েছে। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গাজীপুরের বেশিরভাগ কারখানা চালু আছে। কিছু কিছু জায়গায় একটু শ্রমিক বিক্ষোভ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। 

এ সম্পর্কিত আরও খবর