‘নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-24 14:45:45

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন,‘দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।’

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ৯০ দিন আমাদের সময় দেওয়া হয়েছে। পয়েলা অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কমিশন সংস্কারের কাজ তো এই সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কার প্রস্তাবনা সুপারিশ প্রণয়ন করবো। তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।

এ সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কারের কার্যক্রম নির্ধারন হবে। সংলাপের মাধ্যমে একটা রোডম্যাপ তৈরি হবে।

এ সম্পর্কিত আরও খবর