সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-09-28 16:17:52

সিলেটে প্রায় পৌনে তিন লাখ টাকার চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানা পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এসএমপির মিডিয়া কর্মকর্তা মো.সাইফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহপরান থানাধীন বটেশ্বর বাজারে একটি দোকানে ভারতীয় চোরাই চিনি প্যাকেট করার সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে শাহপরান থানা পুলিশের একটি দল বটেশ্বর বাজারের পান্না মার্কেটে তামাম বস্ত্রালয়ে অভিযান চালিয়ে প্যাকেটজাত করার সময় ৫০ বস্তায় মোট ২ হাজার দুইশত ষাট কেজি ভারতীয় চিনি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য ১ লাখ ৭১হাজার ২০০ টাকা। এসময় ৩জনকে আটক করা হয়।

আটককরা হলেন- সিলেটের শাহপরান থানাধীন কানুগুল এলাকার মৃত আতিব আলীর ছেলে মো. সুফিয়ান (৪১), জৈন্তাপুর থানার খানচা বাগান এলাকার অনন্ত রায়ের ছেলে অঞ্জন রায় (৩৫) ও৷ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় মাকুয়া এলাকার মো. মুনাই মিয়ার ছেলে মোঃ কলিম উদ্দিন (৩৪)।

এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরান থানার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর