অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-09-30 14:05:48

বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কুরশাইল গ্রামের নকুল বাড়ই এর ছেলে বিকাশ বাড়ই (৫৫), বিকাশ বাড়ই এর স্ত্রী প্রভাতী বাড়ই (৫০) ও বিষন বাড়ই এর স্ত্রী হুরবা বাড়ই (২০)।   

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরার কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের পারাপার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে, কুশখালী বিওপির নায়েব সুবে. মো. সেলিম হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে সেখান থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নাগরিক অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেছেন। আটককৃত বাংলাদেশি নাগরিকগণ ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে গমন করছিল বলে জানায় তারা।

আটককৃত ব্যক্তিগণ বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর