কালক্ষেপণ নয় আজই প্রজ্ঞাপন চায় ৩৫ প্রত্যাশীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-30 15:19:18

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কালক্ষেপণ না করে সরকারি চাকরিতে প্রবেশে বয়স ৩৫ বছর নির্ধারণ করে আজই প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি না মানা হলে অবস্থান ছাড়বে না বলেও ঘোষণা নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বেলা দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ৫টি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় দুইজন শিক্ষার্থী বাহত হয়েছেন। পরে শিক্ষার্থীরা ফের একই জায়গায় জড়ো হতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের চারিদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর