ভৈরবে ৫৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-02 17:35:13

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও নগদ টাকাসহ ৭ মামলার আসামি সাইফুল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা রানীর বাজার এলাকা থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা, একটি সামুরাই তরবারি, ২টি চাকু, ১টি কাঁচি, ১টি ওয়েট মেশিন ও ৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে ৪টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর