মোংলায় মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট | 2024-10-06 17:54:27

বাগেরহাটের মোংলায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। দুষ্কৃতকারীদের যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ এলাকার মন্দিরে মন্দিরে টহলেও থাকবেন তারা। 

রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টায় মোংলার দিগরাজ বাজারে সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে নৌ বাহিনীর বানৌজা দিগরাজ ঘাঁটির অধিনায়ক কমান্ডার মোঃ তৌহিদুল হক ভূইয়া সাংবাদিকদের এ কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদভাবে তাদের পূজা উদযাপন করতে পারে সেজন্য নৌ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি।

নৌ বাহিনীর এই কর্মকর্তা বলেন, মোংলা উপজেলায় ৩২টি পূজা মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। এসব মণ্ডপে পূজারীরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারেন সেজন্য নৌবাহিনীর সদস্যরা সতর্ক পাহাড়ায় নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তার অবনতি হওয়ার কোন খবর তাদের কাছে নেই।

এসময় মোংলা বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ বাজার সর্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি মিহির রায়, সাধারণ সম্পাদক সরজিৎ রায়,কর্মনন্দ বিশ্বাস, অলক হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর