‘প্রাথমিক শিক্ষা একাডেমির ক্ষমতায়নে শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত হবে’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-10-07 16:15:38

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিক্ষায় নেপ ওতোপ্রোতভাবে জড়িত। সেজন্য নেপকে আরো ক্ষমতায়ন করতে পারলে প্রাথমিক শিক্ষায় চলমান উন্নয়নকে অনেকটা তরান্বিত করা যাবে।

সোমবার (০৭ অক্টোবর) ময়মনসিংহ নেপ ডিপিএড ভবনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক আয়োজিত নেপ কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশকে উন্নত করতে হলে মানুষের উন্নতি পূর্বশর্ত। শিক্ষার সমান তালে স্বাস্থ্যের উন্নয়ন বজায় রাখা আবশ্যক। দুইটি বিষয়ই সার্বিক উন্নতিতে প্রয়োজন। প্রাথমিক পর্যায়ই একটি শিশুকে শিক্ষা জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সে জায়গাটিতে আমাদের জোর দিতে হবে। নেপের ডেভেলপমেন্টে অগ্রসরে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

মতবিনিময় সভায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে নেপের সার্বিক তথ্যচিত্র তুলে ধরা হয়। প্রাথমিক শিক্ষায় মানসম্পন্ন প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন, এ ধরনের কার্যক্রমে নেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে প্রেজেন্টেশনে উত্থাপন করা হয়।

অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, নেপ এর পরিচালক জিয়া আহমেদ সুমন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর