‘নিহতদের তালিকায় ৭৩৭ জনের তথ্য ভেরিফাই করা হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটি সর্বশেষ তালিকা নয় জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের তালিকায় ৭৩৭ জন নিহত হয়েছেন। তবে এটা ভেরিফায়েড নয়।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, আন্দোলনে ৭৩৭ জন নিহত হয়েছেন। তবে এটা ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকা আছে। সেখানে বলা হয়েছে, নিহত দেড় হাজারের বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখবো।

আন্দোলনে আহত হয়েছেন ২৩ হাজারের বেশি। এর মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন। দুই চোখ হারিয়েছেন ২০০ জন, জানান তিনি।