শাফায়েত হত্যা: সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ফাঁসির দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-08 19:26:33

শাফায়েত (টিজে) ফারায়জীকে হত্যার অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের আমেরিকা প্রবাসী মা শামিমুন নাহার।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে হোপস্ ডোর বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

নিহত শাফায়েতের মা শামিমুন নাহার বলেন, আমার দুই ছেলে আমেরিকাতেই জন্ম এবং ওখানেই লেখাপড়া। উচ্চ শিক্ষিত শাফায়েত মানবসেবায় শেষবার যখন বাংলাদেশে আসে তখন কুখ্যাত মাদক ব্যাবসায়ী নসরুল হামিদ বিপুর গ্যাংরা মধ্যযুগীয় কায়দার তাকে নির্মমভাবে খুন করে।

শেখ হাসিনার শাসনামলের গত ১৫ বছরে আরও ১১ জনকে খুন করেছে নসরুল হামিদ বিপুর গ্যাংরা- এমন অভিযোগ শামিমুন নাহারের।

তিনি বলেন, পলাতক নসরুল হামিদ বিপুর নির্দেশে তারা পালিত সন্ত্রাসীরা আমাকে গত ১৯ সেপ্টেম্বর হত্যার উদ্দেশে আক্রমণ করে। আক্রমণ করার আগে বাড়ির সব সিসি ক্যামেরার লাইন কেটে বিপুল পরিমাণ টাকা, স্বার্ণলংকার এবং গুরুত্বপূর্ণ সম্পদের দলিলপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে এসেও তাদের কথায় প্রভাবিত হয়ে প্রশাসন আমাদের সহযোগিতা করতে ভয় পাচ্ছে

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শাফায়েত ফারায়জীর মা শামিমুন নাহার, তার বাসার কেয়ারটেকার লোকমান হোসেন এবং তার স্ত্রী সেলিনা আক্তার।

এ সম্পর্কিত আরও খবর