বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়।
এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দফতর।
র্যাব সদর দফতর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে আজ বিকেলে ঢাকার দিয়াবাড়ি থেকে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট ৪টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়।