মানিকগঞ্জের সাটুরিয়ায় ইটবোঝাই একটি ট্রাকচাপায় ওমর ফারুক (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শ্রমিক।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তাড়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ফারুক। আর আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক মো. জালাল হোসেন বলেন, দুপুরে তারাবাড়ি এলাকার একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে গাজিপুরের কোনাবাড়ি যাচ্ছিল ট্রাকটি। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ইটবোঝাই ওই ট্রাকচাপায় মারা যায় ফারুক। কোনাবাড়ি কড্ডারমোর এলাকায় ফারুকের বাড়ি। তবে তার পূর্ণাঙ্গ নাম পরিচয় জানাতে পারেনি এস.আই জালাল হোসেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফারুকের পরিবারের স্বজনদেরকে খুঁজ দেয়া হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মানবেন্দ্র।