কিশোরগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-29 12:19:43

কিশোরগঞ্জ জেলার সবগুলো উপজেলায় এখন শীতকালীন সবজি চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে পরিবারের সদস্যরা নিজেদের জমিতে নানান রকমের সবজি চাষাবাদের জন্য জমি প্রস্তুত করছেন। আবহাওয়া ভালো থাকলে ভালো ফসল উঠবে বলে জানান কৃষকরা।

বর্তমানে সবজির বাজার অনেকটা চড়া। এর কারণ আবহাওয়ার বিরূপ প্রভাব। অনেক কৃষক চারা লাগানোর পরে বৃষ্টিতে পানি জমে তা নষ্ট হয়ে গিয়েছিল। ফলে বাজারে যথাসময়ে সবজি ওঠেনি। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। বৃষ্টি কমে এসে অনেকটাই শেষ পর্যায়ে। শীতের আগমনী বার্তা চারদিকে। ফলে কৃষকরা এখন বিভিন্ন রকমের ফসল বুনছেন মাঠে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার পাকুন্দিয়া, কটিয়াদী, বাজিতপুর,কুলিয়ারচর, হোসেনপুরে কৃষকরা শীতকালীন সবজি চাষাবাদ করছেন। কেউ ফসলের মাঠ পরিচর্যায় আবার কেউ নতুন বীজ রোপণ করছেন। বিশেষ করে মুলা, লাল শাক, পালং শাক, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, আলো, শিম, বেগুন, করলা,সরিষা, ধনিয়া সহ অনেক রকমের সবজি।

কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের কৃষক সবুজ মিয়া বলেন, এখন বৃষ্টিপাত না হলে শীতকালীন সবজি ভালো হবে। আলু এবং মরিচ রোপণ করেছি।

বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের কৃষক হাসেম বলেন, আমি আগাম মুলা ও পালং শাক চাষাবাদ করেছিলাম। নিয়মিত ফসল বিক্রি করে ভালো দাম পাচ্ছি। সাথে আবার নতুন কিছু ফসল রোপন করছি।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক আবুল কালাম আজাদ জানান, শীতকালীন সবজি চাষাবাদে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। বাজারে নতুন সবজি উঠলে দাম কিছুটা সহনশীল পর্যায়ে চলে আসবে।

এ সম্পর্কিত আরও খবর