নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা | 2024-10-31 15:50:21

ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পাবনার সিঙ্গা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক চায়ের দোকানে ঢুকে যায়। এসময় দোকানে বসে থাকা একজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পাবনা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় ওই এলাকার কমিউনিটি হাসপাতাল গেইটের সামনের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর এলাকার নসিমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। আহতরা হলেন, দোকানদার টিটু ও উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুরের মোস্তাকিন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ওই সময় গাছপাড়া এলাকা থেকে একটি খালি ট্রাক পাবনা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। এসময় বাস টার্মিনাল এলাকা থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধতে গেলে গাছপাড়া থেকে ছেড়ে আসা ট্রাকটি পাবনা সিঙ্গা বাইপাস এলাকার কমিউনিটি হাসপাতালের বিপরীতে সড়কের পাশে আমিরুলের চায়ের দোকানে ঢুকে যায়। এসময় দোকানে বসে থাকা একজনকে চাপা দেয় ট্রাকটি। দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল (এ্যাপাছি এরটিআর) দুমড়ে মুচড়ে দেয়। এছাড়া দোকানে বসে থাকা আরো দুজন আহত হয়। আহতদের কমিউনিটি হাসপাতালে নেয়া হলে চাপা দেয়া ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এ ব্যাপারে পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, স্থানীয়রা জানানোর সাথে সাথে টিম নিয়ে আমরা হাজির হয়েছি। এর আগে আহতদের উদ্ধার করে কমিউনিটি হাসপাতালে নেয়। এঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পরই ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার সকলেই পালিয়ে গেছেন।

এ সম্পর্কিত আরও খবর