লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল: ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চালাচল বন্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-10-31 17:07:15

ময়মনসিংহের বিসকা এলাকায় মোহনগঞ্জ লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ময়মনসিংহের সাথে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি বিসকা স্টেশনের প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়।

ময়মনসিংহ রেলওয়ে ফাঁড়ির (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ২টা বেজে ২০ মিনিটের দিকে ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেন ছেড়ে যায়। যাওয়ার পথে বিসকা স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহের সাথে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, ট্রেন চলাচল সচল করতে জারিয়া থেকে ছেড়ে আসা জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর স্টেশন দাঁড় করিয়ে বিকল হওয়া মোহনগঞ্জগামী লোকান ট্রেন টেনে নিতে বিসকার উদ্দেশে রওনা হয়েছে। ওই ইঞ্জিন বিসকা থেকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেন গৌরীপুর স্টেশনে নিয়ে গেলে ময়মনসিংহের সাথে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল সচল হবে। আশা করছি অল্প কিছুক্ষণের মাঝেই ওই সব রুটে ট্রেন চলাচল সচল হবে।

এ সম্পর্কিত আরও খবর