‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সমাজের সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে ঝালকাঠির যুব ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে.এম. নুরুদ্দিন, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সংগঠনের সদস্য শাকিল হাওলাদার রনি, তাইফা ইসলাম দোলন, তহমিনা আইরিন প্রিয়া, রোহান বিন নাসির, মুনিয়া আক্তার, তাহেরা তাবাসসুম, কনা আক্তার, খান জাহান রিমন, সুমাইয়া ইতি, রুবি আক্তার, সিমান্ত ও বিভিন্ন কোর্সের দুই শতাধিক প্রশিক্ষনার্থীরা।
সংগঠনটি বিভিন্ন জাতের দেড় শতাধিক বনজ ও ফলজ গাছ বিতরণ করেন। গাছের মধ্যে পেয়ারা, চালতা, তেতুল, জলপাই, আমলকি, হরতকি, বহেরা গাছ উল্লেখযোগ্য।