চট্টগ্রামে মামলার প্রতিবাদে সমাবেশ করলো সনাতন জাগরণ মঞ্চ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

সমাবেশ করলো সনাতন জাগরণ মঞ্চ/ছবি: সংগৃহীত

সমাবেশ করলো সনাতন জাগরণ মঞ্চ/ছবি: সংগৃহীত

মামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চ। শুক্রবার (১ নভেম্বর) নগরীর চেরাগী মোড়ে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেন।

গত বুধবার নগরীর কোতোয়ালি থানায় চট্টগ্রাম সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন বাদী মোহরা ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান।

বিজ্ঞাপন

গত দুই মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার ওপর গেরোয়া পতাকা টাঙানো হয়। এরপর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলাটি করা হয়। মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এতে আজ ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশ করার ঘোষণা দেয় সংগঠনটি।

শুক্রবার বিকেলে সমাবেশকে ঘিরে কিছুটা উত্তেজনা দেখা দেয়। সনাতন জাগরণ মঞ্চের নেতারা দাবি করেন, সমাবেশে আসতে লোকজনকে বাঁধা দেওয়া হয়। যদিও পরে সুষ্ঠভাবেই সমাবেশটি শেষ হয়।

বিজ্ঞাপন