পটুয়াখালীতে সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্মগোখরা সাপ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-11-12 19:03:45

পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার রাতে একটি দাঁড়াশ ও তিনটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে ‘অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া’ সংগঠনের সদস্যরা। পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা সাপগুলোর মধ্যে দাঁড়াশ সাপের দৈর্ঘ্য ৬ ফুট এবং পদ্ম গোখরা সাপের দৈর্ঘ্য ৩ ফুট।

অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপ দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পদ্ম গোখরা সাপটি বিষধর হওয়ায় স্থানীয়দের জন্য বিপজ্জনক ছিল। অপরদিকে দাঁড়াশ সাপটি নির্বিষ এবং কৃষকদের জন্য উপকারী, কারণ এটি মাটি তড়িৎ করে ফসলের ক্ষতিকর পোকামাকড় শিকার করে।

এ ছাড়া সাপুড়িয়া রোকনুজ্জামান মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতে আর সাপ ধরবেন না, এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনা করেন সংগঠনের সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস এবং সিরাজুল ইসলাম।

এছাড়া, ‘অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া’ সংগঠনটি স্থানীয় সাপুড়িদের সচেতন করার জন্য কাজ করে চলেছে, যাতে সাপ ধরার ঘটনাগুলি কমে আসে এবং পরিবেশের ক্ষতি না হয়।

এ সম্পর্কিত আরও খবর