রংপুরে যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু পাচ্ছেন সাধারণ মানুষ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু পাচ্ছে সাধারণ মানুষ

রংপুরে যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু পাচ্ছে সাধারণ মানুষ

রংপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে সাধারণ ভোক্তাদের মাঝে ৪৫ টাকা কেজি দরে সুলভ মূল‍্যে আলু বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ডিসির মোড়ে সুলভ মূল্যে আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

বিজ্ঞাপন

উদ্বোধন কর্মসূচিতে সাধারণ ভোক্তাদের মাঝে সুলভ মূল‍্যে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়।

এই কর্মসূচি নিয়ে জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, সুলভ মূল‍্যে সাধারণ ভোক্তাদের মাঝে মোট ১ হাজার বস্তা আলু বিক্রি করা হবে। ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩ কেজি করে আলু ক্রয় করতে পারবেন। শুক্রবার ও শনিবারসহ এই কার্যক্রম সপ্তাহে ৭ দিন চলবে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন ২ মেট্রিক টন করে আলু বিক্রি করা হবে। দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতির কারণে এই কার্যক্রম অব‍্যাহত থাকেবে।

বিজ্ঞাপন

আলুর বাজার নিয়ন্ত্রণ করতে বাজারে অভিযান চলমান আছে। একইসঙ্গে বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি হওয়ায় বাজারে প্রতিযোগিতার জন‍্য এই কার্যক্রম চালু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আফসানা পারভীন, সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।