জামিনে মুক্তির পর ফের গ্রেফতার রাজশাহীর সাবেক এমপি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-11-26 16:30:49

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক জামিনে মুক্তি পাওয়ার পরই গ্রেফতার হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর  গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রুহুল আমিন জানান, চারঘাট থানা-পুলিশের রিক্যুইজিশনের ভিত্তিতে সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট বাজার থেকে রাহেনুল হককে গ্রেফতার করা হয়। চারঘাট থানায় গত ২০ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। অসুস্থতার কারণে সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানান তার স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।

জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে কারাগার ফটকের সামনে রাহেনুল হককে গ্রহণ করতে তার স্ত্রী, ছেলে, আইনজীবী এবং গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় কিছু বিএনপি ও যুবদল কর্মী আইনজীবী জিয়া এবং বদিউজ্জামান বদিকে মারধরের চেষ্টা করেন।

কারাগার ফটকের সামনে অবস্থানরত জেলা ডিবি পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদিকে তাদের হেফাজতে নিয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর