কুষ্টিয়ায় বিষ প্রয়োগে পেঁপে গাছ বিনষ্টের অভিযোগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া | 2024-11-26 17:22:27

কুষ্টিয়ার কুমারখালীতে ক্ষতিকারক বিষ প্রয়োগে প্রায় ১৬ শতাংশ জমির অন্তত ৭০টি পেঁপে গাছ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে সাইফুল ইসলাম শাহিনের কৃষি ফার্মে এঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বিলকাটিয়া গ্রামের পাকা সড়কের ঢালে নিয়ামত আলীর ছেলে সাইফুল ইসলাম শাহিনের হরেক রকম সবজি ক্ষেত। ক্ষেতের বেশকিছু পেঁপে গাছের পাতায় হলদে ভাব। কোনটি আবার শুকিয়ে মরে গেছে।

এসময় শাহিন বলেন, সড়কের ধারে আমার প্রায় চার বিঘা কৃষি জমি। জমি ঘেঁষে প্রায় ১৬ শতাংশ সড়কের ঢালু জমি রয়েছে। সেখানে প্রতিবেশী রুস্তম আলীর কৃষক ছেলে পলাশ হোসেনকে (২৮) বিনা স্বার্থে সবজি চাষ করতে দিয়েছিলাম।

প্রায় তিন বছর ওই জমিতে পলাশ লাউ, মরিচ, বেগুনসহ নানান জাতের সবজি চাষ করেছে। তবে প্রায় মাস দুয়েক আগে পলাশের কাছ থেকে জমি নিয়ে স্থানীয় এতিমখানার জন্য নিজেই সবজি চাষ শুরু করেছি। এতে অখুশি পলাশ।

শাহিনের ভাষ্য, পলাশ শত্রুতা করে তার রোপন করা পেঁপে গাছে ক্ষতিকারক বিষ প্রয়োগ করেছে।

এতে প্রায় অন্তত ৭০টি গাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে । ইতিমধ্যে কয়েকটির পাতা শুকিয়ে গেছে। এ ব্যাপারে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করবেন।

সরেজমিন পরিদর্শন করে পেঁপে গাছের চারা নষ্টের কারণ পরে বলা যাবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর