চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বার সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন আইনজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণের মতো সুরক্ষিত জায়গায় একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পেশাজীবীদের নিরাপত্তার প্রতি বড় হুমকি সৃষ্টি করেছে। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে যে গোষ্ঠী রয়েছে, তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং সনাতনী সম্প্রদায়ের মধ্যে উসকানি দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের বিচার না করা হয়, তবে আইনজীবীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি তোলেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি পারভেজ তৌফিক জাহেদী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুল বান্না সোহাগ প্রমুখ।