‘৫৩ বছরেও রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-13 13:37:03

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৩ বছরেও নির্বাচিত রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি। সেজন্যই অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে হাত দিতে হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে গুলশানে শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলতি মাসের মধ্যে শব্দ দূষণের বিধিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে আগামী মাসের মধ্যে নীরব ১০ টি এলাকা ঘোষণা করা হবে। হর্ন বাজালে তাকে জেলে পাঠানো সমাধান না। নিজের মধ্যে পরিবর্তন করে সমাধান আনতে হবে। গাড়ির গতি কমালে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমে তেমনি হর্নও বাজানোর দরকার হয় না। জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে কিন্তু বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, চালকদের প্রশিক্ষণের জন্য রাজধানীর প্রত্যেকটি সোসাইটিকে সহযোগিতা করবে পরিবেশ অধিদফতর। শব্দ দূষণের কারণে ট্রাফিক পুলিশদের কাজ করাও দুঃসহ হয়ে পড়ছে।

উপদেষ্টা বলেন, নির্বাচন কবে হবে তা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

এ সম্পর্কিত আরও খবর