নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত এলাকা থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালের দিকে স্থানীয়রা তাদের আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দেন।
আটকদের মধ্যে ১১ শিশু-কিশোর, ৮ জন নারী এবং ৫জন পুরুষ রয়েছেন। তারা তিনটি পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।
সূত্র জানায়, ভাটা ও শীত মৌসুমে সন্দ্বীপ ও ভাসানচরের মধ্যকার সরু চ্যানেল প্রায় শুকিয়ে যায়, যা পালানোর পথ সহজ করে। এছাড়া স্থানীয় কিছু জেলে ও মাঝি টাকার বিনিময়ে পালাতে সহায়তা করেন।
কোস্টগার্ড নরম্যান'স পয়েন্টের ইনচার্জ রাহেদুল ইসলাম জানান, আটক রোহিঙ্গাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে, নাকি কক্সবাজার ক্যাম্পে স্থানান্তর করা হবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্ণফুলী থানার আওতাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহসিন জানান, আটককৃতরা বর্তমানে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে। এদের বিষয়ে কোস্টগার্ড সিদ্ধান্ত দেবে।