সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে দুই ঘণ্টা। আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে এই তথ্য জানা গেছে।
সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
নতুন নির্দেশনা কার্যকর হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ তিন ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে। এত দিন সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকত।