দীঘিনালায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ দণ্ড দেন।
জানা যায়, অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ার বিষ্ণু চক্রবর্তীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাহাড়ের মাটি কেটে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অর্থদণ্ড করা হয়েছে।
এ ধরণের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আইনী ব্যবস্থা চলমান থাকবে জানানো হয়।
এ দিকে, শুষ্ক মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পাহাড় কাটার উৎসব শুরু হয়েছে। রাতের অন্ধকারে ও দুর্গম এলাকায় পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছে স্বার্থান্বেষী মহল। যার অধিকাংশ মাটি নেয়া হচ্ছে অবৈধ ভাবে পরিচালিত ইট ভাটায়।