চলন্ত ট্রেন থেকে পড়ে কমিউটার ট্রেনের টিটির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

চলন্ত ট্রেন থেকে পড়ে কমিউটার ট্রেনের টিটির মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে কমিউটার ট্রেনের টিটির মৃত্যু

ময়মনসিংহের কেওয়াটখালি রেলব্রিজ এলাকায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন থেকে পড়ে ইমরান (২৪) নামে এক টিটির মৃত্যু হয়েছে। নিহত ইমরান বরগুনা জেলার আনোয়ার হোসনের ছেলে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কেওয়াটখালি রেলব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে জাংশন থানার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,ম ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের টিটি ইমরান ডিউটিরত অবস্থা ময়মনসিংহের কেওয়াটখালি রেলব্রিজ এলাকায় ট্রেন থেকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজ পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন