বাড়ির সীমানা নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2024-12-28 17:30:20

মানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে মোজাফ্ফর হোসেন (৫৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে খুন হন তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বৈলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর হোসেন ওই এলাকার মৃত. হেকমত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিকেলে প্রতিবেশীদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ হয় মোজাফ্ফর হোসেনের পরিবারের সঙ্গে। এসময় প্রতিপক্ষের লোকজন ওই ব্যক্তিকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলে মারা যান তিনি।  

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো এবং এই ঘটনায় জড়িতদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ‍ওসি রফিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর